শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ২০:৪১

আন্দোলনে ছাত্রদলের ভূমিকা  প্রসংসনীয় : ইঞ্জিনিয়ার মমিনূল হক

আন্দোলনে ছাত্রদলের ভূমিকা  প্রসংসনীয় : ইঞ্জিনিয়ার মমিনূল হক
কামরুজ্জামান টুটুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল।  শনিবার বিকালে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।  এ সময় তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির শেষ আশ্রয় স্থল হলো ছাত্রদল। তাই কেন্দ্রিয় নির্দেশনা পালন ও সকল কর্মসূচী বাস্তবায়নে ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকদের সবসময় মাঠে থাকতে হবে। নেত্রীর মুক্তি না হলে, রাজনীতির মুক্তি হবে না। আর কোন নেতাকর্মীর সরকারি চাকরীও হবে না। গত ১২ বছরে আমাদের কোন নেতাকর্মীর চাকুরি হয়নি। এমনকি অনেকে ব্যবসাও করতে পারেনি।

তিনি আরো বলেন,  প্রশাসন ও পুলিশ চাইলে এদেশে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যার প্রমাণ গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচন। এই নির্বাচনে আমাদের কোন প্রার্থী ছিলনা। এমনকি আমরা কাউকে সমর্থনও দেইনি। এরপরও কয়েকজন নেতাকর্মীসহ অনেক লোক নির্বাচিত হয়েছে। কারণ, মানুষ এখন নৌকায় ভোট দিতে চায়না। পুলিশ আমাদের কোন  অনুষ্ঠানের অনুমতি দেয়না। অথচ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ অনুমতি ছাড়াই অনুষ্ঠান  করেছে। যেখানে খুশি সেখানে যায়। আর আমরা কোথাও গেলে পুলিশকে জানিয়ে যেতে হয় এবং কর্মসূচী করলে পুলিশের অনুমতি নেই। তারপরও অনুমতি পাইনা। তাই সামনে আমরা কোন নোটিশ দিয়ে  কর্মসূচী দিবো না।

গত ১৩ অক্টোবরের ঘটনার কথা উল্লেখ করে মমিনূল হক বলেন, জানামাতে বাজারের সামান্য ঘটনায় সাতজন লোক মারা গেছে। পুলিশ ১২৬ রাউন্ড গুলি ছুড়ে। অথচ পুলিশ বলেছে, তাদের গুলিতে কোন লোক মারা যায়নি। তাহলে এই লোকগুলো কার গুলিতে মারা গেছে। তা প্রমাণ করুন। তা, না হলে আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করবো। 

 

উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফয়সাল হোসাইনের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন।

পৌর ছাত্রদলের আহবায়ক মো. ইউছুফ আলীর সঞ্চালনে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু সায়েম মিয়াজী, পৌর বিএনপির প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন সর্দার, উপজেলা ছাত্রদল সদস্য সচিব জুয়েল রানা তালুকদার ও পৌর ছাত্রদলের সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমুখ।

এ সময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহসহ উপজেলা পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়